ছোঁয়ার আগে আকাশকুসুম
ছুঁয়ে ফেল্লেই চিত্তির
ছোঁয়াছুয়ির গল্পে সমান
মোল্লা কিম্বা মিত্তির।
এদিক ছুঁয়ে ওদিক ছুঁয়ে
টুকরো আলোর বুন্দি
কথার চাষে কথার পাশে
একটু ছোঁয়ার ফন্দি।
কাক শালিকে সকাল ছুঁলে
রাতবিরেতে যক্ষ
না ছুঁলে অমাবস্যা
ছুঁলেই শুক্লপক্ষ।
সবুজ মাঠের আঙুল ছুঁয়ে
আকাশ দেখে মাটি
ছুঁলেই কোথাও রে রে করে
প্রাগৈতিহাসিক চাঁটি।
কোথাও ছোঁয়ার বাছবিচারে
কাঁটাতারের বাধা
তবুও ছোঁয়া ব্রহ্মরাগে
সা থেকে নি সাধা।
কোথাও ছোঁয়ার বাছবিচারে
কাঁটাতারের বাধা
তবুও ছোঁয়া ব্রহ্মরাগে
সা থেকে নি সাধা।
___ ইন্টারেস্টিং কবিতা। অনেক অনেক শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
লেখা পড়ে ভালো লেগেছে।