কান্নার ঢেউ

আহা, এই দিনযাপনের গ্লানি
নিশিদিন আমারে ক্লান্ত করে।
আমারেই করে ক্লান্ত? নাকি
তোমারেও কলহ-কলরব শেষে
নিশীথের নিদ্রার কোলে আত্মসমর্পণের মুহূর্ত কালে
ছুঁয়ে যায় বিষাদ বেদনায়?

বুনো ঘাসগুলো আমার
পেছনে বাড়িতে বেড়ে ওঠে
অগোছালো হলুদ ফুলের বাসর শয্যায়। দুলে দুলে আনমনে তারা
দোল খায় মৃদু বাতাসের দোলনায়।
এই প্রগাঢ় শান্তি অাহা! মায়ার মতোন লেগে থাকে চোখে।

তবু হাওয়া বয় হু হু দীর্ঘশ্বাসে
প্রাঙ্গণে মোর ফোটা ফুলেদের ঝরিয়ে দারুণ দাপটে। তবু এই
কান্নার ঢেউ অাছড়ে পড়ে সাগর বেলায় তোমারে না পাবার আজন্ম
সঞ্চিত প্রগাঢ় স্তিমিত দুঃখ বিলাসে।

2 thoughts on “কান্নার ঢেউ

  1. কান্নার ঢেউ অাছড়ে পড়ে সাগর বেলায় আজন্ম সঞ্চিত প্রগাঢ় স্তিমিত দুঃখ বিলাসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।