চাঁদের অপেক্ষায়

মেয়েটা নদীর ধারে বসে
অপেক্ষা করছিলো চাঁদের
আজ শুক্লপক্ষ তবুও
চাঁদটা ঘুমিয়ে রয়েছে।

আকাশের আলো আঁধারি
ক্যানভাসটায় আঁকিবুকি কেটে
কিছু পাখি উড়ে চলে গেল।
চাঁদের তবু খবর নেই।

ফুলের সুরভিতে বাতাস মম
মাতাল হওয়ার ফিসফিসানি
নদীর জলে মেঘের ছায়া
চাঁদ কি আর উঠবে না ?

হঠাতই আকাশে চাঁদ দিল উঁকি
লজ্জাবতী মেয়ের মত
গাড় কমলা রঙের থালা
ধীরে ধীরে ভেসে উঠলো।

স্নিগ্ধ আলোয় ভরে গেল চারিদিক
মেঘেরা হেসে গড়িয়ে পড়ল
অবাক চোখে জ্যোছনা মেখে
মেয়েটা যেন ঘুমিয়ে গেল।

চুপ চুপ কেউ কথা বোলো না
ঘুমিয়ে আছে রাজকন্যা
চাঁদের আলোয় এল বন্যা
মুখ যেন তার মনের আয়না।।

2 thoughts on “চাঁদের অপেক্ষায়

  1. স্নিগ্ধ আলোয় ভরে গেল চারিদিক
    মেঘেরা হেসে গড়িয়ে পড়ল
    অবাক চোখে জ্যোছনা মেখে
    মেয়েটা যেন ঘুমিয়ে গেল।

    চমৎকার কবিতা প্রিয় কবিবন্ধু। অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।