মেঘের প্রেমিকা এবং আমি…

যন্ত্রণা নিয়ে মেঘের সামনে উপস্থিত হতেই
দেখলাম তারও খুব মন খারাপ।
বারবার চিৎকার করছে নিজেই গর্জে উঠছে,
তার প্রেমিকা প্রকৃতিও অশান্ত হয়ে উঠলো
বিচ্ছেদগামি বিপদের আগাম অনুভূতি নিয়ে তাদের অসম্পূর্ণ ভালোবাসার প্রকাশ করছে,
গাছেরা সব নুইয়ে পরছে
যেন শেষবারের মতো একে অপরকে জড়িয়ে বাঁচতে চাইছে।
কী জানি কোন তৃষ্ণা নিবারণের আশাই তারা
বারবার উত্তেজিত হচ্ছে।

নিরব দর্শক আমি মেঘের প্রেমিকা আর আমার মিল খুঁজে পেলাম অনেক।
প্রেমিকার কষ্টে মেঘ তার গর্জন ভুলে অঝোরে কাদতে লাগলো।
প্রেমিকের অশ্রুর শীতল স্পর্শে প্রেমিকার সব অভিলাষ পূর্ণ হলো।
ধুলোমোলিন প্রেমিকা স্নান সেরে আবারো
প্রেমানয়নে তাকিয়ে রইলো মেঘের পানে।
কিন্তু আমার মনের যন্ত্রণা তখনও নিরুপায়।
সোদা মাটির গন্ধ নিয়ে আমারও চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে
আমার সর্বস্ব আজও তোমারই অপেক্ষায়।
তুমি ছাড়া বেঁচে আছি কিন্তু হয়ে বড়ো অসহায়।

নাজমা হেপতুল্লা সম্পর্কে

সাধারণ মেয়ে। কবিতা ভালোবাসি। কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। কবিতা আবৃত্তি শুনতে ভালোবাসি। বই পড়তে ভালোবাসি। আর প্রিয় মানুষটাকে খুউব ভালোবাসি।

4 thoughts on “মেঘের প্রেমিকা এবং আমি…

  1.   সাহিত্যে আপনার বিচরণ সুখময় হোক । 

  2. বেশ কিছুদিন পর আপনার কবিতা পড়লাম। বরাবরের মতো সুন্দর। শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. অনেক ভালো লাগলো শ্রদ্ধেয়। 

    শুভেচ্ছা জানবেন    

  4. বাহ! চমৎকার একটা প্রেমের কবিতা। খুব ভালো লাগলো।

    শুভেচ্ছা ও শুভকামনা রইলো 

মন্তব্য প্রধান বন্ধ আছে।