খুন

জীবনের খাতায় পুরো অধ্যায় বদলে যাচ্ছে
অদৃশ্য অস্ত্রে রক্তপাতহীন ভাবে যুদ্ধ চলছে ;
প্রতিনিয়তই এখানে মানুষকে খুন হতে হচ্ছে।

সংঘর্ষ ছাড়াই সম্মুখ থেকে খুন হয়ে যাচ্ছে
আর লাশগুলো পৃথিবীর মর্গে পড়ে থাকছে ;
আবার স্বজন সৎকার ছাড়া সমাধিস্ত হচ্ছে।

এখানে জীবিকার সাথে স্বপ্ন হারিয়ে যাচ্ছে
আর প্রতিনিয়ত জীবিত মানুষেরা খুন হচ্ছে ;
আকাশ জুড়েও চিল শকুনের উল্লাস চলছে।

মসজিদ মন্দির গীর্জা সবই আজকে ফাঁকা
সর্বশক্তিমানও উপসানালয়ে আজকে একা ;
ধর্ম আর অধর্মের যুদ্ধে মানুষই হচ্ছে বোকা।

এ যুদ্ধে কোন আহত সৈনিক বা যোদ্ধা নেই
আমিও হয়তো খুন হয়ে যাবো একটু পরেই ;
তবুও এ হত্যাকাণ্ডগুলো ধামাচাপা পড়বেই।

10 thoughts on “খুন

    1. আন্তরিক ধন্যবাদ প্রিয়জন 

  1. জীবন হোক নিরাপদ। ভালো থাকুন সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনিও ভালো থাকুন নিরাপদে থাকুন  

  2. আপনার সার্বিক মঙ্গল কামনা করছি।      

    স্রষ্টা আমাদেরকে হেফাজত করুক। আমিন।    

    1. ভালো থাকুক পৃথিবী এটাই চাওয়া 

  3. অনবদ্য লেখনি ………..

    1. অনুপ্রাণিত করায় আন্তরিক ধন্যবাদ প্রিয়জন 

    1. ধন্যবাদ প্রিয়জন ভালো থাকুন নিরাপদে থাকুন  

মন্তব্য প্রধান বন্ধ আছে।