বুকের ভেতর বেদানা গাছ।
বেদানার দানা কেউ তুলে নিচ্ছে
সাবল দিয়ে। চোখ ক্রমশ
ঝাপসা হয়ে যাচ্ছে। মেরুদণ্ড
বেয়ে বেয়ে নামছে রক্ত।
শোনও—
আমি না হয়, আরেকটি ভোর
কাটিয়ে দেবো— পেটে ঢেলে
মাতাল আগুন ;
একদিন ঈশ্বর এসে—
ঘুম ভাঙাবেন। তোমরা শুধু
পাশের বেঞ্চটা খালি রেখো।
জটিল এবং অসামান্য কবিতা। শব্দনীড়ে স্বাগতম কবি এ কে এম আব্দুল্লাহ।
মুক্ত মনে পরাধীন ব্যথা আপন অভিমান। শুভেচ্ছা নিবেন কবি।
অপূর্ব শব্দ বুনন ।