ঈশ্বর আর আমি

বুকের ভেতর বেদানা গাছ।
বেদানার দানা কেউ তুলে নিচ্ছে
সাবল দিয়ে। চোখ ক্রমশ
ঝাপসা হয়ে যাচ্ছে। মেরুদণ্ড
বেয়ে বেয়ে নামছে রক্ত।

শোনও—
আমি না হয়, আরেকটি ভোর
কাটিয়ে দেবো— পেটে ঢেলে
মাতাল আগুন ;

একদিন ঈশ্বর এসে—
ঘুম ভাঙাবেন। তোমরা শুধু
পাশের বেঞ্চটা খালি রেখো।

এ কে এম আব্দুল্লাহ সম্পর্কে

কবি, সাহিত্যিক। প্রকাশিত গ্রন্থ: যে শহরে হারিয়ে ফেলেছি করোটি (কবিতা) / ইমেইল বডিতে সময়ের অনুবাদ (কবিতা)। ক্ষুধা ও সৌন্দর্য (উপন্যাস), টি-ব্রেকের গল্প(গল্প), শাজরাত কাঠের ক্যারাভ্যান ও আত্মার ফ্লেক্সিলোড ( কবিতা), Rat’s City Tour- (English)Story book for children.

6 thoughts on “ঈশ্বর আর আমি

  1. জটিল এবং অসামান্য কবিতা। শব্দনীড়ে স্বাগতম কবি এ কে এম আব্দুল্লাহ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মুক্ত মনে পরাধীন ব্যথা আপন অভিমান। শুভেচ্ছা  নিবেন কবি।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।