অদৃশ্য ঘণ্টাধ্বনি

অদৃশ্য ঘণ্টাধ্বনি
কোথায় ও
কোন ঘণ্টা বাঁধা নেই?
তবুও ঘণ্টার আওয়াজ ভেসে আসে
যেন মেঘের চাতাল হতে!
ঢ়েরা পেটার মতো
সারা পৃথিবী জুড়ে বিমর্ষ এক ঘণ্টাধ্বনি
বেজে চলেছে তো চলছে
যেন এক রাজার আদেশ? এখনি তাঁর দরবারে
হাজির হতে হবে;
না হলে শাস্তি অশেষ বিড়ম্বনার!

নাকে খত দেবার মতো
আর ও পথে হেঁটো না; ও যে নষ্টের পথ
সরল সোজা পথে হাঁট, হে পথিক বর।

এ কি অদৃশ্য ঘণ্টাধ্বনি?
হতাশার বাজনা বাজে মর্মমূলে; চেতনার আগলে কড়া নারে সহসা
ক্ষিপ্রতায় ক্ষয়ে যায়, অমোঘ লালিত অস্পৃশ্য কপোট যত
ভেসে যায় লালিত লোভ রৌদ্র ধুলি কণায়!
যেন অমোঘ বান ঐ ঘণ্টা ধ্বনির
বেজে চলেছে তো চলছে।

১৪২৬/বসন্ত কাল/ চৈত্র মাস।

4 thoughts on “অদৃশ্য ঘণ্টাধ্বনি

  1. 'ভেসে যায় লালিত লোভে রৌদ্র ধুলি কণা।' অনেকদিন পর প্রিয় বন্ধু'র কবিতা পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।