জন্মস্বাদ

আমি ঘুমাই ফুটপাতে— বারান্দায়— ষ্ট্যাশনে। দেহের ভেতর প্রবাহিত রক্ত— মাঝেমধ্যে হয়ে ওঠে যুবক। কদাচিৎ ঝাপটা মারে মুখে— শতাব্দীর দীর্ঘ কামুক বাতাস। হৃদয় হয়ে ওঠে ভাবুক এবং
তোমাদের মতো মাংসভোজী—

ইচ্ছে হয় শকুনের মত খাবলে খাই— যুবতী সময়ের কোমল বুক। মানিকমিয়া অ্যাভিন্যু’র লম্পট বাতাস— কেড়ে নেয় সব শৌখিন ভাবনা।

এরপর,পৃথিবী জুড়ে নামে সন্ধ্যা— আমি শূন্য হাতে হাঁটি গুলশান— বারিধারা— মিন্টোরোড অভিমুখে। নিয়তির মারপ্যেঁচে— তোমরা মগ্ন হও ইয়াবা— কিংবা ভায়াগ্রার—

আর,আমি দু’মুঠো অন্নের…

এ কে এম আব্দুল্লাহ সম্পর্কে

কবি, সাহিত্যিক। প্রকাশিত গ্রন্থ: যে শহরে হারিয়ে ফেলেছি করোটি (কবিতা) / ইমেইল বডিতে সময়ের অনুবাদ (কবিতা)। ক্ষুধা ও সৌন্দর্য (উপন্যাস), টি-ব্রেকের গল্প(গল্প), শাজরাত কাঠের ক্যারাভ্যান ও আত্মার ফ্লেক্সিলোড ( কবিতা), Rat’s City Tour- (English)Story book for children.

4 thoughts on “জন্মস্বাদ

  1. শুভেচ্ছা জানবেন কবি একে এম আবদুল্লাহ। সুন্দর সাবলীল ব্লগিং চর্চায় আসুন একে অন্যের পোস্টে মন্তব্য দিয়ে পরস্পরকে উৎসাহ দিয়ে যাই। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।