নিয়ম অনিয়ম

পৃথিবীর সবচেয়ে নষ্ট মানুষটি তোমার দৃষ্টিতে আমি
তবে সেইদিন কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলে যখন আমি বলেছিলাম চলবো একা নির্জনে,
এই আধুনিক সমাজের নিকৃষ্ট জীব তোমার নতুন ভাবনায়
তবে কেন সেইদিন নগ্নদেহে বাহুতলে সঁপে মিটমিটে আলোয়ে চুমো এঁকেছিলে!
জঘণ্যতায় ভরপুর আমারই চারিপার্শ্বিকতা
তবে কেন সেইদিন বিচরণ করেছিলে আমার জঘন্য হাতটি ধরে?
আমি কোনো যোগ্যতাই রাখি না যে মুখে বলেছো সেই মুখেই কত কতবার চুমো একেঁছো নগ্ন দেহে তার হিসেব কি মনে আছে?

সাগরের কোল ঘেঁষে ডুবুডুবু সূর্য দেখতে আমরাই অজস্র পাপে ভরা কাঁধে মাথা রেখে
আর স্বপ্ন বুনতে তুমি-আমি পরীদের রাজা রাণী।
হঠাৎ হঠাৎ গোঙিয়ে উঠতে যদি আমি কখনো ধোঁকাবাজ হই, যদি কখনো তোমার স্বপ্নগুলোকে পিষে দেই অবিশ্বাসের রোলারে!
রাগ-অনুরাগে অশ্রু ঝরিয়ে চোখ ফুলা করতে তা হয়তো আজ ভুলেই গিয়েছো আত্মপ্রবঞ্চনায়।

ল্যাম্পপোস্টের আলোয় রিক্সার হুকতলায় রসালো মৈথুনে উত্তপ্ত নিঃশ্বাসে বলতে ” ভালবাসি খুব ” তুমিই আমার শ্রেষ্ঠ মানুষ
তখন কি ভাবো নি আমি তোমার ভুলে ভরা মানুষ?
কত কোটিবার বলেছিলে আমি বিনে তোমার পৃথিবী অন্ধকার, মরুভূমির তৃষ্ণার্ত পথিক হবো,
তবে আজ পুর্ণিমার আলোয় সুখের নদীতে ভেসে বেড়াচ্ছো কোনো এক পুরুষের মিথ্যে প্রতিশ্রুতিতে আর আমি ঘুটঘুটে অন্ধকারে জোনাকি খুঁজি।

কত আহ্লাদ, কত কান্নার জল, কত উৎকন্ঠা, কত শফথ বিলীন হয়েছে তোমারই অজানা চাহিদায়
নিমেষেই ডুবেছে স্বপ্নতরী, পাল ছিঁড়া কূলহারা বিশ্বাসের মাঝিকে শুধু ভাবায়-
প্রেম ভালবাসা সত্যিকার অর্থে কি?

দেহের স্বাদ মিটে গেলেই কি নতুন দেহের সন্ধানে ডাস্টবিনে চলে যায় সেই সব ভালবাসা, প্রতিশ্রুতি, টান কিংবা প্রেম!
আবার কি শুরু হয় নতুন হিসেবের খাতা, কখনো লেখা হয় লোক দেখানো সংসার কিংবা নগ্ন দেহের নগ্ন খেলা?
কোনো একদিন সবকিছু হারিয়ে এতোকিছু থাকার পরেও অনুশোচনার দহনে পুড়তে পুড়তে কি হাসির মৃত্যু হয় আমরণ তরে?
নিয়ম-অনিয়মের খেলায় পরাজিত সৈনিক তুমি আমি সবাই।

তবে চলো নিয়ম ভাঙ্গি-
প্রেম ভালবাসা হউক সাত পাকে বাঁধা কিংবা তিন কবুলের পরে অথবা জিশুকে সাক্ষী করে চুমোর ফলে
তবেই হয়তো তোমাদের মত মানুষদের তরে অশ্রুসজল হতে হবে না আর কাউকে।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

3 thoughts on “নিয়ম অনিয়ম

  1. জীবন ঘেঁষা কবিতাটি পড়লাম। যেখানে যেভাবে আছেন অনেক অনেক ভালো এবং নিরাপদে থাকুন কবি। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আহ্,  এ যেনো একহ্রাস দুঃখ । ভালো লিখেছেন কবি।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।