ফিরে যাও

প্রেমের অনলে পোড়া দগদগে ক্ষত
     জ্বলন্ত হৃদয়ে শূন্য হাহাকার
  তুমি এলে এক পশরা বৃষ্টি নিয়ে
আমার কি আছে তোমাকে দেবার?
  খাঁচা ভেঙ্গে পাখি গিয়েছে উড়ে
ভাঙ্গা খাঁচায় থাকবে কেমন করে
    চারিদিকে শুধু ধুধু মরীচিকা
    আলো নয় আলেয়ার খেলা
  প্রেমাহত পথিকের নিরাশার নীড়
নিশি এলে খেলা করে দুঃস্বপ্নের ভীড়।
হেথা তুমি জাগাতে ঝরা ফুলের ঘুম
মরুভূমিতে ফলাতে চাও শস্যের ধুম
তোমার কামনা হিমবিলাস ফাগুন
রূপালি জোছনা স্নানে শ্রান্ত প্রান
মৃত সভ্যতায় গড়তে প্রেমেরমহল
  সকল প্রয়াস হলো আজ বিফল।
রিক্তহাতে ফিরে যাও ওগো প্রেয়সী
শূন্য বাগানে নিঃস্ব তব স্বপ্নের প্রেমী।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

4 thoughts on “ফিরে যাও

  1. ''চারিদিকে শুধু ধুধু মরীচিকা … আলো নয় আলেয়ার খেলা।"

    ___ দমবন্ধ করা এই এক সময়ের সবচেয়ে সত্যানুভূতি। ভালো থাকবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।