গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
এই গাঁ আমার মাটি মা আমার
গাঁয়ের শীতল ছায়া,
গাঁয়ের মাটিতে স্নেহের পরশ
মমতা মাখানো মায়া
এ গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
সোনার ফসল ফলে,
মরাল মরালী করে জলকেলি
কাজল দিঘির জলে।
এ গাঁয়ের পাশে অজয় তটিনী
আপন বেগেতে ধায়,
ওপারের থেকে তরী এসে ভিড়ে
অজয়ের কিনারায়।
আমার গাঁয়ের রাঙাপথ বাঁকে
সারি সারি তালগাছ,
বটের তলায় মেতেছে খেলায়
ছোট খুকি করে নাচ।
ছোট বাড়ি ঘর আছে পর পর
অলি গলি সরু পথে,
গাঁয়ের বধুরা কাঁখেতে কলসী
জল আনে নদী হতে।
প্রতি ঘরে ঘরে জ্বলে উঠে দীপ
সাঁঝের প্রদীপ জ্বলে,
গাঁয়ের বধূরা প্রদীপ জ্বালায়
উঠোনে তুলসীতলে।
পল্লী জীবনের কথা-গল্প মন উদাস করে দেয়। নস্টালজিয়ায় ভাসি। ভালো থাকুন কবি।
অসাধারণ লিখেছেন I
আহা, অসাধারণ প্রকাশ। ভালোবাসা জানবেন কবি।
কোনও গ্রামের গল্প পড়লে আর শুনলেই নিজেদের গ্রামের কথা মনে পড়ে যায়। আপনার দক্ষ হাতের লেখা এই পর্বটিও যেন আমাকে নিজেদের গ্রামে পৌঁছে দিলো। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।