অপবাদ দিও না…

অপবাদ দিও না…
বেদনার রঙ যদি নীল হয়
তাহলে মরণের কোন রঙ?
আসলে কোনো কিছুই রঙের
ক্যানভাস দিয়ে মাপা যায় না।
পটুয়া তাঁর রঙের ক্যানভাসে
বহুরকম রঙের পসরা সাজায়
কোনো রঙেই তুলিতে মনের মতো আঁচড় কাটতে পারে না।
মানুষের মন যখন যেভাবে
রাঙায় ঠিক সেভাবেই তা ফুটে ওঠে। বিষের কোনো রঙ হয়না।
তবে মৃত্যুর রঙ হয় সাদা কালো কারণ…
সাদা কালো কোনে রঙ নয়।
প্রিয়তমা বেদনাকে নীল বলে
অপবাদ দিও না।

2 thoughts on “অপবাদ দিও না…

  1. কবিতার শব্দানুভূতির দারুণ কম্বিনেশন। অভিনন্দন কবি। নিয়মিত লিখুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।