বিশ্বাসে ভালোবাসা

ভালোবাসা ভালোলাগা এক সাথে গাঁথা
বিশ্বাসে টিকে থাকে ভালোবাসার বাসা
বিশ্বাস ভেঙ্গে গেলে ভালোবাসা থাকে না
থাকে শুধু মেনে নেয়া জৈবিক কামনা
যারে ভালোবাসি তারে ভালো লাগে না
মিছে মায়ায় সন্ন্যাসীও হতে পারি না।
যত পূজা পূজো তারে তার মন ভরে না
পূজা পেয়ে অকৃতজ্ঞ প্রতিদান দেয় না
এরা লোভী এরা পাপী এরা কিছু বুঝে না
স্বার্থপর স্বার্থ ছাড়া অন্য কিছু খুঁজে না।
জোয়ারের পানিতে বালির বাঁধ টিকে না
বালুচরে বাঁধা বাসা ঝড় এলে থাকে না
ভালোবাসার মন নিয়ে খেল খেলো না
এই মন ভেঙ্গে গেলে জোড়া কভু লাগে না

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

6 thoughts on “বিশ্বাসে ভালোবাসা

  1. ভালোবাসার মন নিয়ে খেল খেলো না
    এই মন ভেঙ্গে গেলে জোড়া কভু লাগে না।
    ___ এক্জাক্টলি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অজস্র ধন্যবাদ প্রিয় মুরুব্বিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

মন্তব্য প্রধান বন্ধ আছে।