দেখতে পেলুম বক্সে গিয়ে
চিন্তা সবার হ্যাকার নিয়ে।
ওয়াল নাকি চুরি যাবে
আমার নামে পর্ণো হবে।
বিটকেল ওই বদমাশেরা
উড়িয়ে দেবে আমার সেরা।
বক্সে ঢুকে গালি দেবে
সউমিত্তির কুনাম হবে।
ভাই ও বহিন বন্ধুলোগ
ভাববে আমি খারাপ লোগ।
কিন্তু আমিই জানব না
কার কাজ তাই বুঝবো না।
এমন হলে হো সাবধান
খবর কর কানো কান।
জানবে সে নয় সৌমিত্র
পর্ণো নয় সৌ-গোত্র।
আসছি সবাই ভালো থেকো
বন্ধু হাতে দু হাত রেখো।
3 thoughts on “সউমিত্তিরের ছড়া-জবানবন্দী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বাগতম কবি সৌমিত্র চক্রবর্তী। সরল জবানবন্দী।
চমকপ্রদ কথামালা
হ্যাকার সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে নাকি ব্লগে?
ছড়া ভালো লাগলো।