ছোঁয়া

একটা আগুন দেখি অথচ আগুনে হাত দেয়নি!
তবে ইচ্ছাটা ছিল ভীষণ মনোহর উত্তাপ;
তবুও কোথাও জানি পুড়ে যাচ্ছিল- ক্ষণে ক্ষণে
পীট, বুক আর ছোট একটা শম্পানডাঙ্গার মন।
অথচ বিশাল আকাশে ধোঁয়া উড়ানোর
জায়গা থাকল না কারণটা কিছু অহংকার বুনান
ফসলি ক্ষেত- তাও আবার বানে ডুবে যায়;

হঠাৎ একদিন আগুনে হাত ছুঁইলাম এমনভাবে
পোড়ল, যেন ক্ষতঘাও দেখতে পাই না-
দেখলেই ক্ষীণ জীবনটা নিয়ে ভাবি এত কবর
অথচ আগুন জ্বালাতে বেশ আনন্দ লাগে
অতঃপর জ্বল আগুন জ্বল আমি শুধু স্পর্শ হবো

১৮ আষাঢ় ১৪২৬, ০২ জুলাই ২০
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ছোঁয়া

  1. … আগুন জ্বালাতে বেশ আনন্দ লাগে …
    অতঃপর জল আগুন জল আমি শুধু স্পর্শ হবো।

    ভালো লিখেছেন বাউল কবি আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।