বহুদিন পরে নির্লিপ্ত নীরবতা ভেঙে
জিরাফের মতো দাঁড়ানো
চিরায়ত হরিণ ঋতুর ধূসর জাগানো
ব্রক্ষ্মপুত্র মন…
তরঙ্গ শুনেছ? কিংবা রু রু সুর
ডিগবাজি মালটা রোদের কোলাজ
ক্রমশ চলে, গহীন স্পর্শের ভেতর;
কয়েক পর্ব শেষে
একটা ইকোনো মুখের নৈঃশব্দ্য
দেখা যায়
দূর ট্রেন হাওয়া কেটে কেটে
অদৃশ্য ধারাপতনে একটা আষাঢ়
ভাগ করে বনবিহারী গাছ
সাঁতার কেটে চলেছে আউশের সুবাস
ঘুমোয়নি বন্ধ্যাবাসে আদিত্য শেকড়।
রোদের কোলাজে ক্রমশ চলে গহীন স্পর্শ; শেষে একটা ইকোনো মুখের নৈঃশব্দ্য।
অত্যন্ত মনোমুগ্ধকর লেখা