শেষ বেলা

অন্তরীক্ষে সহস্র নক্ষত্র
অনন্ত দহন যন্ত্রনায় নীলাভ,
ভূধরে বসন্ত নয়, এখন চৈত্রের খরা
ভালোবাসা নেই আর
বুকের পাঁজরে নিদ্রাহীন মৃত্যু স্বয়ং….!

দেহঘড়ির চলে প্রহর গণনা
সর্বাঙ্গে পতঙ্গের আস্তানা,
আট কুঠরিতে কিলবিল করে শঙ্কচূড়
চর্ম, গ্রন্থি, অস্থির চলে নিত্য ভাঙ্গচুর।

জন্ম – মৃত্যুর মধ্যে জীবন
ন্যায়দণ্ড হস্তে নিয়তি
শুক্লপক্ষ গত, কৃষ্ণপক্ষের তিথি
গৃহ নয়, সমাধির দ্বার অবারিত।

অপূর্ণতার নষ্টে -কষ্টে
দেহ – মনে গড়ছে নিরাভরণ সখ্যতা
লিখন ছিল অদৃষ্টে
প্রেম আর বাস্তবতার হবে না মিত্রতা।

তবুও …………
অহনার অপেক্ষায় ছিল প্রাণ-মন
ঘুমন্ত নবীন, চলন্ত প্রবীণ,
শিয়রে মৃত্যু সমন, সত্য নির্মম
বড্ড অবেলায় এলে তুমি……প্রিয়তম !!!

নাদেরা ফারনাছ সম্পর্কে

নাদেরা ফারনাছ শিমূল জন্ম ৯ ই অক্টোবর রাউজান জেলার ফতেনগর নোয়াজিষপুর গ্রামে। তিনি মরহুম দানবীর আবদুল অদুদ চৌঃ পুত্র মরহুম নজরুল ইসলাম চৌঃ( বাদল) ও মনোয়ারা বেগম দোভাষ (বুড়ী) এর দ্বিতীয় সন্তান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে ডিপ্লোমা ইন কমপ্লায়েন্স এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ও ২০১৭ সালে এল, এল,বি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ১০০% রপ্তানি মুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন এছাড়াও তিনি বর্তমানে চট্টগ্রামে একটি "টয়বক্স" নামক ডে কেয়ার সেণ্টারের তত্ত্বাবধানে দায়িত্বে নিয়োজিত। অবসরে তিনি জনসেবা, ভ্রমণ ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন ।

4 thoughts on “শেষ বেলা

  1. বেশ কিছুদিন পর আপনার কবিতা পড়লাম। ভালো লিখেছেন। বিশেষ করে শব্দমিলের ব্যবহার লিখাটিকে যেন আরও বেশী মজবুত করেছে। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।