অন্তরীক্ষে সহস্র নক্ষত্র
অনন্ত দহন যন্ত্রনায় নীলাভ,
ভূধরে বসন্ত নয়, এখন চৈত্রের খরা
ভালোবাসা নেই আর
বুকের পাঁজরে নিদ্রাহীন মৃত্যু স্বয়ং….!
–
দেহঘড়ির চলে প্রহর গণনা
সর্বাঙ্গে পতঙ্গের আস্তানা,
আট কুঠরিতে কিলবিল করে শঙ্কচূড়
চর্ম, গ্রন্থি, অস্থির চলে নিত্য ভাঙ্গচুর।
–
জন্ম – মৃত্যুর মধ্যে জীবন
ন্যায়দণ্ড হস্তে নিয়তি
শুক্লপক্ষ গত, কৃষ্ণপক্ষের তিথি
গৃহ নয়, সমাধির দ্বার অবারিত।
–
অপূর্ণতার নষ্টে -কষ্টে
দেহ – মনে গড়ছে নিরাভরণ সখ্যতা
লিখন ছিল অদৃষ্টে
প্রেম আর বাস্তবতার হবে না মিত্রতা।
–
তবুও …………
অহনার অপেক্ষায় ছিল প্রাণ-মন
ঘুমন্ত নবীন, চলন্ত প্রবীণ,
শিয়রে মৃত্যু সমন, সত্য নির্মম
বড্ড অবেলায় এলে তুমি……প্রিয়তম !!!
4 thoughts on “শেষ বেলা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ কিছুদিন পর আপনার কবিতা পড়লাম। ভালো লিখেছেন। বিশেষ করে শব্দমিলের ব্যবহার লিখাটিকে যেন আরও বেশী মজবুত করেছে। অভিনন্দন কবি।
ধন্যবাদ।
অত্যন্ত চমৎকার লেখনী ।
ধন্যবাদ।