সোনালি আদর

রাতের নীরবতা সোনালি দিনের আদর চায়
অথচ বুঝতে চায় না রাতের বুকে আঁধার সেজেছে;
চাঁদ নেই- সূর্য নেই- নেই কোন তারার দল!
তবুও দৃষ্টির পাত যেনো সুখের মহর বুকের সমুদ্রে
ভেসে যায়- ঘুমে ভেজা প্রতি রাতের বালিশ;

সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু
আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;
তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!

বোঝা- না বোঝার দিন শেষ কতটুকু বা ইতি
জীবনের মানে শুধু প্রশ্নহাক কোথাও ধু ধু খেয়াঘাট-
কোথাও বা ধোঁয়াশার সাদা মেঘের বাগ বসানো খাট;
অতঃপর নীরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর।

২৯ আষাঢ় ১৪২৬, ১৩ জুলাই ২০
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “সোনালি আদর

  1. "তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
    আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!"

    এক্সিলেন্ট বাউল কবি মি. আলমগীর সরকার। কবিতায় অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
      ভাল ও সুস্থ থাকবেন——–

  2. সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু
    আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;
    তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
    আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!

     

     

    আমার খুব ভালো লেগেছে ।  শুভেচ্ছা জানবেন  প্রিয়..  

    1. জ্বি প্রিয় কবি দাউদুল দা 
      কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      কবিতা পাঠে মন্তব্য পেয়ে ভাল লাগল
      ভাল ও সুস্থ থাকবেন——–

  3. বোঝা- না বোঝার দিন শেষ কতটুকু বা ইতি
    জীবনের মানে শুধু প্রশ্নহাক কোথাও ধু ধু খেয়াঘাট-
    কোথাও বা ধোঁয়াশার সাদা মেঘের বাগ বসানো খাট;
    অতঃপর নীরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর।

    আমি এখানেই থেকে গেলাম। 

    অসাধারণ আপনার ভাবনা শ্রদ্ধেয় কবি লিটন দাদা। 

    শুভকামনা থাকলো।      

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।