আমি ম্লান হয়ে যাব। চাপা রঙের শরীর ধরে
এই অবরুদ্ধ ঘরে-সৎ চরিতার্থ পাতার কাছে
আমার দু হাত ও পৃথিবী জমা রেখে-বলবো…
প্রকৃতির স্ট্রেচারে নড়াচড়া করো, বাহিয়া যাও-
পৃথিবীর বিষাদ গন্ধ এন্টিসেপটিকে চাপা দিয়ে
আকাশে মেলাও-নিথুয়া হাওয়া; বুনে দাও
তীব্র মায়া-হাত বাড়ালে যেন খুঁজে পায়-স্টেশন;
সম্ভবত এই জরায়ু ডায়েরীর ভাঁজ খুলে-
সকলে একদিন শেকড় গুঁজে দাঁড়াইয়া যাবে
আসমানে মুখ তুলে-নীরবতার শেষ প্রার্থনায়…
তাই জেনো হয় কবি দা
অনেক ঈদ মোবারক——–
‘সকলে একদিন শেকড় গুঁজে দাঁড়াইয়া যাবে; আসমানে মুখ তুলে-নীরবতার শেষ প্রার্থনায়।’ দারুণ প্রিয় কবি মি. টিপু সুলতান। ঈদ মোবারক।
অপূর্ব লেখা , পড়ে মোহিত হলাম।