আঁধার

চুপ থেকে ভেবে সারা
তুমি জানতে চাইবে কারণটা।
অথচ তুমি খেয়াল করোনি তা।
এমনি করে কেউ কাউকে বুঝি,
আবার বুঝেও না বোঝার ভান করি।

দূরত্বের পরিখা
অযুত আলোকবর্ষ পরে পড়ে থাকে
আমাদের মাঝখানে। ডিঙোতে পারিনা।
গোলাপ থেকে তার সুবাসের আঙরাখা
খুলে নিলে, যেমন পড়ে থাকে অর্থহীন কিছু রঙ,
তেমনি আমার হৃদয় এক দাবানলে জ্বলে যাওয়া বন,
তোমার ঠোঁটের মৃদু উত্তাপ বিহনে।
অথবা ঢেউহীন এক নদী, অন্তঃসলিলা দুঃখের জল বয়ে।

তুমি চাইলে এ মনে বেজে যাবে
অজস্র এস্রাজ ঝংকার। অথবা ছেয়ে যাবে দিন
কালবোশেখীর হঠাৎ নেমে আসা আঁধারে।

3 thoughts on “আঁধার

  1. চমৎকার কবি দিদি

    আগাম ঈদ মোবারক

  2. "আঁধার। তুমি চাইলে এ মনে বেজে যাবে অজস্র এস্রাজ ঝংকার। অথবা ছেয়ে যাবে দিন।… কালবোশেখীর হঠাৎ নেমে আসা আঁধারে।" ___ চমৎকার লিখেছেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।