আমাদের মিছিল

আমরা আজন্ম একটি আলোকিত মিছিলের যাত্রী,
সেই ধুধু মরুর প্রান্তরে আমাদের এই মিছিলের গোড়াপত্তন।
আমাদের মিছিলের লক্ষ্য একটি স্থায়ী সোনালি প্রভাতের,
সেই প্রভাতের জন্য আমরা অজস্র পাঁজরের রক্তকণা ঢেলে চলেছি।।
.
আমরা অসত্যের অন্ধকারে জ্বেলেছি সত্যের উত্তপ্ত শিখা,
দুঃশাসন আর অবিচারের বিরুদ্ধে আমরা নিয়েছি দীপ্ত শপথ।
আমাদের এই মিছিলে কেবল একটি স্লোগান; কেবল একটি সুর,
এই মিছিলের সকল যাত্রীর প্রতিটি পদক্ষেপ এক অভিন্ন দৃঢ়তা।।
.
আমাদের এই মিছিল শত সহস্র বছরে এতটুকুর জন্যও থামেনি,
এই মিছিল সকল ধ্বংসের বিপরীতে কেবল নতুন করে গড়তে শেখায়।
আমাদের এই মিছিল মৃত্যুর উপত্যকা পেরিয়ে,
জীবনের পথে হেঁটে চলেছে পৃথিবীর প্রতিটি পথে প্রান্তরে দিগন্তে।।
.
আমাদের এই মিছিল প্রতিধ্বনিত হয়েছে সমগ্র প্রাচ্য ছাড়িয়ে,
পাশ্চাত্যের কনক্রিটে গড়া প্রতিটি দেয়ালে দেয়ালে।
আমাদের এই মিছিল চলেছে উত্তাল টাইগ্রিস থেকে সুউচ্চ মিনারে,
গভীর অরণ্যের অভ্যন্তর থেকে সভ্যতার আদলে গড়া নগরে।।
.
আমাদের এই মিছিলের কোন বিশ্রাম নেই; কোন ক্লান্তি নেই,
যতক্ষণ তাওহীদের আলোয় প্রস্ফুটিত না হয় ধরার প্রতিটি কণা।।
.
১৯/০৭/২০১৯

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

6 thoughts on “আমাদের মিছিল

  1. আদর্শ মানের কবিতা। কেন জানি মনে হলো কবিতাটি আবৃতি উপযুগী। বেশ হবে। অভিনন্দন নেবেন কবি মাসুদুর রহমান শাওন। ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয়, সমস্যা হলো আমি আবৃত্তি পারিনা……….

  2. বেশ ভাবনাময় কবি দা

    অনেক অনেক  ঈদ মোবারক

    নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন——

    1. ভালো আছি, আশা রাখি আপনিও ভালো আছেন………

মন্তব্য প্রধান বন্ধ আছে।