অবশেষে..
কিছু কিছু বোধ নিয়তির কাছে নিয়ত জমা দিলাম
আর কিছু উপযুক্ত গ্রাহক পেলে নগদে অথবা বাকিতে বিক্রির সিদ্ধান্ত নিলাম!
বোধ বিক্রির এই আইডিয়াটা নেহায়েত মন্দ নয়..
পারিজাত অথবা পাস্তুরিত হওয়ার আগেই যে প্রেম
সীমান্ত চিনে নেয়—সে আর যা-ই কিছু হোক.. কোনোদিন প্রেম নয়!
এরপরও যদি কিছু বাকি থাকে বোধ
আহত সিংহীর মতোন যদি ওরা নিতে আসে শোধ
আমিও ঠিক করে রেখেছি…মাথায় হাত বুলিয়ে
বুলিয়ে ওদের দেবো প্রবোধ!!
অতঃপর ভাটার টানে ভাসতে ভাসতে ভুলে যাবো..
একদিন আমার ছিলো জোয়ারের জল… বোধ, শোধ,
প্রবোধ ওরা আসলে কিছুই নয়…. কেবলই ছল!!
"বোধ, শোধ, প্রবোধ ওরা আসলে কিছুই নয়…. কেবলই ছল!!" ___ সুন্দর কবিতা।
আন্তরিক ধন্যবাদ
চটুল ভাষায় হৃদয়ঙ্গম লেখা ।
আন্তরিক ধন্যবাদ
“অতঃপর ভাটার টানে ভাসতে ভাসতে ভুলে যাবো..
একদিন আমার ছিলো জোয়ারের জল… বোধ, শোধ,
প্রবোধ ওরা আসলে কিছুই নয়…. কেবলই ছল!!”
এই অংশটা খুবই ভালো লাগলো………..
আন্তরিক ধন্যবাদ