পিতার অন্তরায়

=========================
হায়নাদের ষড়যন্ত্র বুঝা বড় দায়ছিল
কিছু মিষ্টি কোকিলদের গান শুনা যেতো বেশ-
অথচ সেই দিন কালো মেঘের দল
তেড়ে আসছিল ঠিকই ! কিন্তু স্বার্থসন্ধি কোকিল
নিশ্চুপ- নিঠুর হায়নাদের আনন্দ বহর
এগিয়ে এলো তারপর এক রক্তগঙ্গা প্রবাহিত করলো
নিজেদের বুকে! বলো কি লাভটা পেলে-

এ বাংলা কি পেয়েছিলে হায়না দল ? তারা সত্যই
বুঝচ্ছে- ভুলছিল সেইদিন বুলেট ছুড়া;
কোলুর বলদরা ইতিহাস লেখলো প্রজন্মের জন্য
ইতিহাস পড়ছি আর পড়ছি বিম্ময় হচ্ছি!
হায়নার চিৎকার শুনতে পাই কৃতকারীর মৃত্যু নাই!
সাড়া বাংলা গাইছে তোমার যত গান-
সোনার বঙ্গবন্ধু তুমি মরও নাই- তুমি পিতার অন্তরায়।

২৯ শ্রাবণ ১৪২৬, ১৩ আগস্ট ২০
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “পিতার অন্তরায়

  1. এ বাংলা কি পেয়েছিলে হায়না দল ? তারা সত্যই
    বুঝচ্ছে- ভুলছিল সেইদিন বুলেট ছুড়া;

    ভুলই ছিলো। হায়েনার দল বুঝতে পেরেছে, সেদিন বুলেট ছুঁড়া ভুল ছিলো।

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা। 

    1. জ্বি প্রিয় কবি দা নিতাই দা

      সুন্দর মন্তব্য করার জন্য 
      বিনম্র শ্রদ্ধা জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

  2. অমর অব্যয় অক্ষয় … একটি নাম জাতির পিতা শেখ মুজিবর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি মুরুব্বী দা 

      সুন্দর মন্তব্য করার জন্য 
      বিনম্র শ্রদ্ধা জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. সুন্দর মন্তব্য করার জন্য 
      বিনম্র শ্রদ্ধা জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জ্বি কবি শাওন দা

      সুন্দর মন্তব্য করার জন্য 
      বিনম্র শ্রদ্ধা জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জ্বি প্রিয় কবি সাইদুর দা 
      সুন্দর মন্তব্য করার জন্য 
      বিনম্র শ্রদ্ধা জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।