প্রাত্যহিক যাপিত জীবনে
হঠাৎ প্রেম এসে চুপিচুপি
বলে কানে কানে, চলো যাই
জোছোনা রাতে তারার উঠোনে।
সাধ্য কি আমার ফেরাই তারে ?
একদিন গোপনে অশ্রু এসে
আসন নিল দুটি চোখের কোনে।
বলে গেলো সে, শেষ পর্যন্ত
আমিই রয়ে যাবো হৃদয় প্রাঙ্গনে।
ভুল কিছু বলেনি তো সে ?
তাই আজ অগোচরে বিরহ এসে
ভাসায় আমায় অকূল সাগরে।
সুরগুলো অশ্রু হয়ে পড়ে ঝরে
সঙ্গীহীন একলা রাতের বাসরে।
'একদিন গোপনে অশ্রু এসে
আসন নিল দুটি চোখের কোনে।
বলে গেলো সে, শেষ পর্যন্ত
আমিই রয়ে যাবো হৃদয় প্রাঙ্গনে।'
___ কবিতায় চমৎকার আবহ। শুভেচ্ছা জানবেন প্রিয় কবি রোখশানা রফিক।
বেশ অনুভূতির প্রকাশ কবি দিদি
নৈসর্গিক প্রতিভায় লেখা ।