মনসা মঙ্গল কাব্য …. জয় জয় মা মনসা
মা মনসার মর্ত্যে আগমন (ধর্মীয় কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
(তৃতীয় পরিচ্ছেদ)
বাণিজ্য করিতে যায় চাঁদ সদাগর,
মাঝিমাল্লা সাথে চলে সপ্তডিঙা পর।
দেবী মা মনসা ভাবে আসিল সময়,
সমুচিত শিক্ষা তারে দিব সুনিশ্চয়।
দৈববাণী আসে ভেসে শুন সদাগর,
পাইবে সকলি তুমি যদি পূজা কর।
চাঁদ বলে, না পূজিব চ্যাংমুড়ি কানি,
কভু নাহি পাবি পূজা কহিলাম আমি।
কুপিত হইলা দেবী শুনি তার কথা,
মনসা দেবীর শাপ না হবে অন্যথা।
সপ্তডিঙা রোষে তার ডুবিল সাগরে,
মাঝিমাল্লা কহে তবে চাঁদ সদাগরে।
চাঁদ সদাগর বলে, না হেরি উপায়,
ভাসিয়া সাগরজলে বুঝি প্রাণ যায়।
কবিতায় প্রাণঢালা শুভেচ্ছা প্রিয় কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম্।
ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোঽপি বা।
যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।
‘ওঁ বিষ্ণু’‘ওঁ বিষ্ণু’‘ওঁ বিষ্ণু’