ইচ্ছে বিলীন

কবি নীরব, নেই বর্ণ গাঁথা কথা
তবে কি সব কথা শেষ?
কথা শেষ হয় না
ইচ্ছে গুলোই নিঃশেষ
যে কথা বলা হলো না
বুঝে নিও অবশেষ।

স্বপ্ন হারায় না
হারিয়ে যায় স্বপ্ন দেখার সাধ
ইচ্ছে নদী ছুটতে ছুটতে
বিলীন হয়ে যায় মরুতে
মন বলাকা মুক্ত আকাশে
উড়তে উড়তে ঠিকানা হারায়
ডানাভাঙা বিহগের ছটফট
বন্দী কোনো মায়াবী পাড়ায়।

ফাগুনের ছোঁয়ায় ফুল ফুটে
ফুলের ডাকে অলি আসে
সব দেখে নীরব কেন কবি
আঁকবে না কি নব ছবি?
গাঙচিলেরা উড়ে গেছে দূরে
তারই ছবি ভাসে স্নিগ্ধ আঁখি জুড়ে
সমুদ্রের শুভ্র পাথর আজ মলিন
ইচ্ছে গুলো হয়েছে বিলীন।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

8 thoughts on “ইচ্ছে বিলীন

  1. ধন্যবাদ এবং শুভেচ্ছা কবি এম. হুমায়ূন কবীর। প্রত্যেকটি কবিতাই হচ্ছে মনের আবেগ এবং অনুভূতির এক মহাকাব্য। নিজ কবিতা হচ্ছে নিজের সন্তান সমতূল্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা জানবেন, ধন্যবাদ নিরন্তর প্রিয় মুরুব্বি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif।   

  2. ডানাভাঙা বিহগের ছটফট
    বন্দী কোনো মায়াবী পাড়ায়। চমৎকার লেখা । 

    1. অজস্র ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।     

  3. এসব দেখেই কবিরা নীরব থাকতে পারে না! তাই কবি কবিতা লিখে। কবিতার সাথে নিজের ভাব প্রকাশ করে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।         

    1. হার্দিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।