অসম্পূর্ণ অন্য এক তুমি

মৌন অভিমানে —-

তুমি দূরে চলে যেতে যেতে
কেঁদে চাওয়া এক আকাশ হলে
তুমি এখন অনেক দূরের আকাশ ;

আমাকে একটা তুলি দাও
নীল আকাশ মুছে মুছে
তোমাকে জীবন্ত করে তুলব,
আর চাঁদটাকে তোমার পাশে বসিয়ে রেখে
স্থির চোখে দেখব ,কে সুন্দর?
চাঁদ নাকি তুমি ?
যদি কেউ বলে,
চাঁদ সুন্দর……
কসম আল্লাহর ;
আমি চাঁদকে ধ্বংস করতে
কোন দ্বিধা করব না।
আমার সব দ্বিধা এক জায়গায়
যদি তুমি বলো, ভালবাসি তোমাকে —-

আমাকে একটা রঙ তুলি দাও
তোমার স্বপ্নের পৃথিবীটা আমি
ভেঙেচুরে অত‍্যাধুনিক রঙিন ডিজিটাল এক পৃথিবীর স্কেচ এঁকে দেব।

তুমি আমাকে আর একবার বিশ্বাস করে দেখ,
আমি অবাধ বিশ্বাসকে প্রশ্রয় দিয়েছি
তুমি কেন নয় —–
যদি তুমি বলো, ভালবাসি !

20.08.2020

4 thoughts on “অসম্পূর্ণ অন্য এক তুমি

  1. সুন্দর কবিতা। শুভেচ্ছা জানবেন কবি হাসনাহেনা রানু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্লিজ! ধ্বংস করবেন না। চাঁদের মতো হতে দিন ।

    চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ । শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।