দুঃখে-সুখে মিল-বুকে রই

গাছগাছালির ভীড়ে,
রহিম রাম আর আমার বাড়ি ইচ্ছামতির তীরে।
নদীর জলে মদির সুখে সব ভেদাভেদ ভুলে,
সাঁতার কাটি সাম্যগাঁথার ছন্দে তুফান তুলে।

ঈদের দাওয়াত পেয়ে,
আয়েস করে সেমাই পায়েস সবাই আসি খেয়ে।
সরস্বতী-দুর্গা-কালী- লক্ষ্মীপুজো এলে,
সবাই মিলে খুশির নীলে বেড়াই ডানা মেলে।

বিকেলবেলায় মাঠে,
খেলার মেলায় সুখের ভেলায় সবার সময় কাটে।
হারুণ-হাবিব-সমর-সুজয় দারুণ ভালবেসে,
একসাথে হাত হাতে রেখেই ইস্কুলে যায় হেসে।

অঞ্জলীদির ঘরে,
ছুম্মা-তৃষা-লায়লা-দিশা একসাথে বই পড়ে।
রিয়াজ অমল ফিরোজ কমল গাঁয়ের দোকানেতে,
চায়ের কাপে তুফান তোলে রাজনীতিতে মেতে।

করিমচাচার সাথে,
ঝাঁকামাথায় হারাণকাকা যান খামারে প্রাতে।
ধানের শীষে গানের শিসে প্রাণের প্রীতি-টানে,
দুঃখে-সুখে মিল-বুকে রই হিন্দু-মুসলমানে।

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

6 thoughts on “দুঃখে-সুখে মিল-বুকে রই

  1. "ঝাঁকামাথায় হারাণকাকা যান খামারে প্রাতে।
    ধানের শীষে গানের শিসে প্রাণের প্রীতি-টানে,
    দুঃখে-সুখে মিল-বুকে রই হিন্দু-মুসলমানে।"

    শেষ ভালো যার, সব ভালো তার। 

    শুভকামনা থাকলো কবি।    

     

  2. মিলমাখা প্রণয় তবুও কথায় অমিল রেখেই যায় ———–

  3. দুঃখে-সুখে মিল-বুকে রই হিন্দু-মুসলমানে।

    ___ প্রাণঢালা শুভেচ্ছা কবি শংকর দেবনাথ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।