হাওয়ার গান শুনছি-বেদুঈন সন্ধ্যার আগে
পাখিরা ডানায় বয়ে বেড়াচ্ছে-বনবাস-প্রান্ত
অথবা শাঁ শাঁ ফেলে যাচ্ছ-দূর ঠাসা উজানে
সে অন্য রকম, হে মাহাত্ম্য জীবন, হলুদ স্বপ্ন
আমি বুঝি, তোমার মমতা দোল-এই ঋতুবদল
কেটে খায় উইয়ের নাগরীক, নগরে পাণ্ডুলিপি-
দেরাজ টেবিলে হেলানো দরজায়-টলমল বেদনা
অনুবাদ করি-তুমি ধরে আছো পিপাসা-নেশাপাত্র
এখনও পালিয়ে পালিয়ে পৃথিবীর কাছে ফিরি,
সুফলনে-শতবার, ভোরের কলোনি ধরে
একটা একটা গান যেনো শরীর হয়ে যাচ্ছে-
রঙের আসবাবপত্র গুছিয়ে আঁকি-ওহ! নগরী।
অনবদ্য লেখা ,পড়ে বিমোহিত হলাম।
চমৎকার আবহের কবিতা। অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান। ধন্যবাদ।
চমৎকার অনেক প্রেরণা কবি দা