তুমি এলে

তুমি এলে সন্ধ্যা মাড়ায়ে
তারার ঝিলিক নিয়ে,
রাতের দীর্ঘশ্বাস কামিনী সুবাস
এলোচুলে জড়ায়ে।

তুমি এলে শান্ত শ্রাবন বেলায়
কোমল বাতাস হয়ে,
লজ্জাবতী কুঁড়ির মতো
নরম আলো ছড়ায়ে।

তুমি এলে ঘুমে নিঝুম
নকশী কাঁথা আদর নিয়ে,
জল ছলছল চোখে
মেঘলা দিনের মতো গেলে বয়ে।

তুমি এলে অপার আকাশে
একবুক শান্তি হয়ে,
তুমি এলে হৃদয় মাঝে
কিংশুক হাসি ছুঁয়ে।

4 thoughts on “তুমি এলে

  1. তুমি এলে অপার আকাশে, একবুক শান্তি হয়ে,
    তুমি এলে হৃদয় মাঝে, কিংশুক হাসি ছুঁয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাহ চমৎকার ছন্দের কারুকায কবি দিদি

  3. তুমি এলে ঘুমে নিঝুম
    নকশী কাঁথা আদর নিয়ে,

মন্তব্য প্রধান বন্ধ আছে।