চিলমেঘ ডানায় ধূসর মেঘ

এক পৃথিবীর শূন্য বুকে সন্ধ্যা নামছে একটু একটু করে
দূর আকাশে কোটি তারা চোখ মেলেছে , কাজল টানা
অবাক চোখে —
চাঁদ জ‍্যোৎস্না ছড়ায়
নিবিড় বিমূর্ত রাত্রি
পাগল পারা:
মধ‍্যরাতে আমি জেগে থাকি
একা নীরব নৈঃশব্দ্যে
আমার স্মৃতিতে তুমি বারবার ফিরে আস
তবে কি ভুলতে পারিনি আজও তোমাকে?
সেই এক শতাব্দী আগের কথা ;
পড়ে আছে শূন্য বাতাসে।

এখন আমি একলা বিকেলের কাছে ভীষণ একা
যদিও একমুঠো মেঘ আছে
চোখের কোণে জমা ;

একটা নিঃসঙ্গ শালিক বসে আছে
কামরাঙা ডালে,
চিলমেঘ ডানায় মেঘ উড়ে এসে
গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে
গহীন সমুদ্রের নীল জ‍্যোৎস্নার অবাধ স্রোতে!

27.08.2020

5 thoughts on “চিলমেঘ ডানায় ধূসর মেঘ

  1. কবিতায় একরাশ শুভেচ্ছা জানবেন কবি হাসনাহেনা রানু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশ এক অনুভূতির প্রকাশ কবি আপু

  3. ভালো লাগার এক কবিতা পরলাম শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।