মেয়ে

সে একটা মেয়ে, সুপ্ত আগ্নেয়গিরি
কল্পনাতীত উপ্তাপ ভিতরে, তবু সে ভীষণ একা
তার একটা জগত আছে, কল্পনার বসতবাড়ি
অনেকটা বিপর্যস্ত, তবু জানে কাটাবে বিহ্বলতা

মেয়ে এখানে রেখেছো পা,
ভেবেছো বিছানো লাল গালিচা
তোমার জন্য অগ্নিশিখা
পাবে না পাবে না কোন দিশা

তোমার চলার পথে আগুন বিছানো আছে
তোমার পথে লেলিহান শিখা সাজানো আছে

এটা অগ্নিপথ
এটা স্পষ্ট ক্ষত

মেয়ে তুমি হৃদশিখা জ্বেলে নাও
মেয়ে তুমি ঊর্ধ বেগে ছুটে চলে যাও।

সে একটা মেয়ে, ফুটন্ত আগ্নেয়গিরি
কল্পনাতীত উপ্তাপ তার, চোখ ফিরানো দায়
সারাদিন কতশত কাজ, ভুলের বসতবাড়ি
সব ভুল হয়, তবু তার প্রেমে ডুবে থাকে সদায়

মেয়ে এখানে রেখেছো পা,
ভেবেছো বিছানো লাল গালিচা
তোমার জন্য অগ্নিশিখা
পাবে না পাবে না কোন দিশা

তোমার চলার পথে আগুন বিছানো আছে
তোমার পথে লেলিহান শিখা সাজানো আছে

এটা অগ্নিপথ
এটা স্পষ্ট ক্ষত

মেয়ে তুমি হৃদশিখা জ্বেলে নাও
মেয়ে তুমি ঊর্ধ বেগে ছুটে চলে যাও।

সে একটা মেয়ে শান্তগিরি, দূর থেকে দেখা
কল্পনাতীত উপ্তাপ যার, এখন ভীষণ একা
তার একটা জগত আছে, আগুনের বসতবাড়ি
অনেকটা বিপর্যস্ত, আর জনমে কাটাবে বিহ্বলতা?

তোমার চলার পথে আগুন বিছানো আছে
তোমার পথে লেলিহান শিখা সাজানো আছে

এটা অগ্নিপথ
এটা স্পষ্ট ক্ষত

মেয়ে তুমি হৃদশিখা জ্বেলে নাও
মেয়ে তুমি ঊর্ধ বেগে ছুটে চলে যাও।

মেয়ে তুমি হৃদশিখা জ্বেলে নাও
মেয়ে তুমি ঊর্ধ বেগে ছুটে চলে যাও।

2 thoughts on “মেয়ে

  1. এমন কবিতাকেই আমরা সাহিত্য প্রেমীরা আদর্শ কবিতা বলতে পারি। ইট ইজ পারফেক্ট ফর ভোকাল প্রেজেন্টেশন। এবসিলিউটলি ওকে মি. ফকির আব্দুল মালেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।