শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (চতুর্থ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরৎ এসেছে তপন হেসেছে
পূব আকাশের গায়,
সোনা রোদ ঝরে আঙিনার পরে
তরুশাখে পাখি গায়।
ফুটিল শিউলি টগরের কলি
ফুল ফুটে ফুল বনে,
ফুটিল চামেলি কেয়া আর বেলি
কনক চাঁপার সনে।
মাধবী মালতী বকুল ও যুঁথী
ফুটে আছে রাশি রাশি,
তুষার ধবল মেঘেদের দল
আকাশে উড়িছে ভাসি।
অজয়ের পারে কাশফুল ধারে
মাঝি তরী বেয়ে চলে,
শালিকের দল করে কোলাহল
সোনারোদ ঝরে জলে।
মহালয়া গেল পূজা নাহি এল
আর এক মাস বাকি,
করোনা আবহে চোখে জল বহে
ঢাক বাজায় না ঢাকী।
শুভ মহালয়া ❤
ঔঁ সর্বে ভবন্তু সুখিন:,
সর্বে সন্তু নিরাময়া:,
সর্বে ভদ্রানি পশ্যন্তু,মা কশ্চিদ দুঃখ মাপ্নুয়াত,
ঔঁ শান্তি শান্তি শান্তি।
দেবীপক্ষের সূচনালগ্নেঃ সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি,শুভেচ্ছা ও অভিন্দন।।
মন্তব্যে মুগ্ধ হলাম। বিগত শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
'শরৎ এসেছে তপন হেসেছে
পূব আকাশের গায়,
সোনা রোদ ঝরে আঙিনার পরে
তরুশাখে পাখি গায়।'
শুভ মহালয়া।
মন্তব্যে মুগ্ধ হলাম। বিগত শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু!