শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (চতুর্থ পর্ব)

শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (চতুর্থ পর্ব)

কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরৎ এসেছে তপন হেসেছে
পূব আকাশের গায়,
সোনা রোদ ঝরে আঙিনার পরে
তরুশাখে পাখি গায়।

ফুটিল শিউলি টগরের কলি
ফুল ফুটে ফুল বনে,
ফুটিল চামেলি কেয়া আর বেলি
কনক চাঁপার সনে।

মাধবী মালতী বকুল ও যুঁথী
ফুটে আছে রাশি রাশি,
তুষার ধবল মেঘেদের দল
আকাশে উড়িছে ভাসি।

অজয়ের পারে কাশফুল ধারে
মাঝি তরী বেয়ে চলে,
শালিকের দল করে কোলাহল
সোনারোদ ঝরে জলে।

মহালয়া গেল পূজা নাহি এল
আর এক মাস বাকি,
করোনা আবহে চোখে জল বহে
ঢাক বাজায় না ঢাকী।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

4 thoughts on “শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (চতুর্থ পর্ব)

  1. শুভ মহালয়া ❤

    ঔঁ সর্বে ভবন্তু সুখিন:,
    সর্বে সন্তু নিরাময়া:,
    সর্বে ভদ্রানি পশ্যন্তু,মা কশ্চিদ দুঃখ মাপ্নুয়াত,
    ঔঁ শান্তি শান্তি শান্তি।

     দেবীপক্ষের সূচনালগ্নেঃ সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি,শুভেচ্ছা ও অভিন্দন।।

    1. মন্তব্যে মুগ্ধ হলাম। বিগত শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      জয়গুরু!

  2. 'শরৎ এসেছে তপন হেসেছে
    পূব আকাশের গায়,
    সোনা রোদ ঝরে আঙিনার পরে
    তরুশাখে পাখি গায়।'

    শুভ মহালয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. মন্তব্যে মুগ্ধ হলাম। বিগত শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।