এক শুদ্ধ কাঁচপোকা হারানোর কষ্ট
জমাট বেঁধে থাকে কিছু বুকে,
মৃত উল্কাপিন্ড যখন ঝরে পড়ে
মধ্য রাতে দক্ষিণ আকাশে,
তখন হারানো সময় গুলোর দুঃখ
পানি হয়ে জমে ক্লান্ত চোখ গুলোতে।
পাওয়া না পাওয়ার জটিল সমীকরণ
বুঝেনা ক্ষুধার্ত উদর,
ছল ছলে চোখ গুলোর ভাষা বুঝে না
শহুরে রাক্ষসী অতৃপ্ত আত্মাগুলো।
তাই দিন শেষ নিজেকে বিকায়
জীবন যুদ্ধে টিকে যাওয়া কাঁচপোকারা,
কসাইয়ের দোকানের ঝুলে থাকা
নির্জীব মাংসপিন্ডের মতন।
চমৎকার । শুভ কামনা
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি মি. রোমেল আজিজ।
কাব্যপাঠে বেশ অনুপ্রাণিত কবি দা