পার্থিব এক ফোঁটা এ্যালকোহল
অথবা স্বর্গের এক পেয়ালা সুরা,
দুটাই ভেজায় অধর
দুটাই ভরায় অন্তর,
মেটায় অন্তর্জ্বালা।
.
বেহিসাবি পিতল চক্ষু
অপার মায়ায় ভরা,
ঘুঙুর বাজে ঝুমুর ঝুমুর
ঘুঙুর বাজুক ঝুমুর ঝুমুর…
হারায় অচিন তারা।
পথ হারানো মাতাল পথিক
তাতেই পাগল পারা….
2 thoughts on “মাতাল পথিক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
একরাশ শুভেচ্ছা প্রিয় কবি মি. রোমেল আজিজ। শুভ সকাল।
বেশ ছন্দময় কবি দা