মাঝি ভুল করিস না…
দুপুরের গায়ে অন্তহীন কুয়াশার চাদর ঢেকে দিলেও
সুসান দুপুরই থাকে,
তা কখনো স্নিগ্ধ সকাল হয় না।
.
মাঝি পথ হারাস না…
অমাবশ্যার আকাশে হাজার জোনাকি সেলাই করে দিলেও
আঁধার রাতই থাকে,
তা কখনো রংধনু মাখা বিকেল হয় না।
.
মাঝি তার হাত ধরিস না…
হাত বদলিয়ে মধুর মোহে
উড়ে যে ভ্রমর আপন ধ্যানে,
কাছে থেকেও সে
অচেনা দূরের মানুষই থাকে,
মাঝি তারে ভালোবাসিস না…
3 thoughts on “মাঝি ভালোবাসিস না”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মাঝি ভুল করিস না…
দুপুরের গায়ে অন্তহীন কুয়াশার চাদর ঢেকে দিলেও
সুসান দুপুরই থাকে, তা কখনো স্নিগ্ধ সকাল হয় না।
নান্দনিক লেখনী ।
খুব সুন্দর অনুভবের কবিতা