আঁধারকে ভালোবেসে
জেগে থাকে সারা রাত্রি,
নিঃসঙ্গ তারা একাকী।
সুহাসিনীর মুছে যাওয়া হাসি
সরে যায় দূর থেকে দূরে,
ঝড়ো জলে নেভে বাতি
তপোবনে হারায় জোনাকি।
তবুও সুহাসিনীরা থাকে জেগে –
অন্ধকারে সারা রাত্রি
নিঃসঙ্গ একাকী, শুধুই
আঁধারকে ভালোবেসে…
আঁধারকে ভালোবেসে
জেগে থাকে সারা রাত্রি,
নিঃসঙ্গ তারা একাকী।
সুহাসিনীর মুছে যাওয়া হাসি
সরে যায় দূর থেকে দূরে,
ঝড়ো জলে নেভে বাতি
তপোবনে হারায় জোনাকি।
তবুও সুহাসিনীরা থাকে জেগে –
অন্ধকারে সারা রাত্রি
নিঃসঙ্গ একাকী, শুধুই
আঁধারকে ভালোবেসে…
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ দিনে শুভেচ্ছা প্রিয় কবি মি. রোমেল আজিজ।
বেশ ভাবনাময় কবি দা
বেশ সমৃদ্ধময় চয়ন