এখনও সে গোলাপ হয়ে দাঁড়ায়-সামনাসামনি
গায়ে বিষকাঁটা-তার, নীরবে হাসি-কে আমি কার?
অবান্তর ধাঁধাঁ খুঁজি, ঝরাপাতার শৈত্য উঠোনে
হাতা-পা খুলে-বসি-সেমিকোলনে রাখি আপ্ত চোখ,
পৃষ্ঠা পৃষ্ঠা-শিমুল রক্তক হাসি, হৈ হৈ হেইয়ো-ধ্বনিমান
কথাগত শব্দগুলোর মতো ওড়ে, প্রতিনিয়ত চাওয়া-
ঘা খাওয়া মানুষ, একজন বালক-নীরহ জীবনের পথ…
নিরন্তর এই চলমান কবিতা। ভালো থাকবেন প্রিয় কবি মি. টিপু সুলতান।
সুন্দর উপস্থাপন ,
বাহ চমৎকার ভাবনা