আজাদী চাইলেই ঝুড়িভর্তি আজাদী নিয়ে বসে নেই
কোনো চা দোকানি,
সব্জীওয়ালা, ভ্যাটদার কিম্বা বেশ্যাপাড়ার প্রাক্তন মাসী,
আজাদী কোনো ব্র্যান্ডেড মাল নয় যেটা বেকহ্যামের বউ পিঠে
কাঠবিড়ালির আদরের লোগো ছেপে
কোয়েস্ট মলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ঝারবে;
আজাদী পেতে হলে যে যার নিজের বাড়ী সাফসুতরো
করে, নিজের গা থেকে পচা গন্ধগুলো
ঘষেমেজে তুলে নেমে এসে বলে ফেল তো বস –
ইয়েস অ্যাম অলসো আ সিটিজেন!
হামসে যো টকরায়েগা…
4 thoughts on “আজাদী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ইন্টারেস্টিং কবিতা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
শুভ সকাল। 
মনোমুগ্ধকর উপস্থাপন ।
অনবদ্য প্রকাশ কবি দা
অনেক ভালো লাগলো, শ্রদ্ধেয় কবি দাদা। শুভকামনা থাকলো।