এই সোনালি স্নান শেষ, তাকে পাই। ধূলোর হরফ
ভেঙে দূর বন্দরে কাজল মাটির ব্লগ ওঠা ধান-
হাওয়ায় কাঁপে বুনোহাঁসের নদী, বুক পেতে ডাকে
ফেনিল পাখায় কবুতরি আকাশ, নাগরিক গ্রন্থকীট
যতদূর পরিযায়ী ছায়া, দেখা যায়-সব চিন্তাফিকির
আমাদের আশ্বিন চোখে পুরোনো দিনের খদ্দের!
3 thoughts on “আশ্বিন চোখে পুরোনো সব”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আশ্বিন চোখে পুরোনো সব দেখা যায়-সব চিন্তাফিকির
আমাদের আশ্বিন চোখে পুরোনো দিনের খদ্দের!
Very excellent post
সুন্দর কবিতা কবি দা।