দেশপ্রেম

এলোমলো ভাবনাতে একটু রাখ দেশত্বপ্রেম
না হলে সবমিছে যাবে তোমার সমস্ত গেম!
সকালে দেখো রঙের বৃষ্টি- বিকালে রঙধনু;
মাঠে ময়দানে দেখো সবুজ হাসি- অলিগলিতে
দেখো রক্তের হলি; কি ভাবছো রাতের স্বপ্ন?

এবার ঘুম ভাঙ্গ চেয়ে দেখো- দেশমাতা তোমার
জন্য করছে গভীর আর্তনাদ- তুমি শুনতে চাও না-

শুধুই কি চিত্তবিনোদন নিয়ে ব্যস্ত! আর
থেকো না- দেশমাতা তোমার জন্য দিয়েছে
অনেক কিছুই! ভেবে দেখো তুমি দিচ্ছো কি?
এভাবে থাকলে পরে সবই, যাবে গোল্লাই-
তুমি হারাবে দেশপ্রেমের মৃত্যু চোল আই।

২০ আশ্বিন ১৪২৬, ০৫ অক্টোবর ২০
—————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “দেশপ্রেম

  1. কবিতায় মা মাটি আর মানুষের প্রতি প্রেমের প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অশেষ ধন্যবাদ জানাই প্রিয় কবি রিয়া দিদি

  2. দেশ প্রেম বলতে আজ কিছু কুলাঙ্গার ধর্ষণ, দুর্নীতি, লুটপাটকে বেছে নিয়েছে। এ যেন এক ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। 

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি লিটন দাদা।          

    1. জ্বি কবি নিতাই দা সত্য কথা বলেছেন 

      অশেষ ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।