কাগজের ফুল আমি

অরণ্য নই আমি, আমার বুকে কেন নামহীন ঘাসফুল ফোঁটে
না ফুটিতে ফুল আবার ঝরে ঝরে পড়ে,

বলেছি কাগজের ফুল আমি গন্ধ বিলোবো কেমন করে ; আকাশ নই আমি, আমার চোখে কেন মেঘ গলে বৃষ্টি ঝরে, সে বৃষ্টিতে আমার যাপিত কষ্টগুলো এক সমুদ্র হয়ে ওঠে।

কোন কবির লেখা কবিতা নই আমি, আমার হৃদয়ে কেন স্বপ্নের অঞ্জন মেখে কবিতা বসবাস করে : গুচ্ছ গুচ্ছ শব্দরা আমার অনুভূতির অনুভবে গোপনে কবিতা হতে চাই আমার ভেতরে ;

রাত্রি নই আমি, আমার ইচ্ছে গুলো লাটাই ছেঁড়া ঘুড়ি হয়ে কেন রাতভর চোখের দৃষ্টি ছুঁয়ে থাকা খোলা আকাশে উড়ে ? আমি গভীর শূন্যতায় কেবলই ডুবতে থাকি একটু একটু করে।

সূর্য নই আমি, সকালের রৌদ্দুর কেন জ্বলে ওঠে আমার চোখের শাণিত মণিতে, কখনো চৈত্র’র আগুন হয়ে পুড়াতে চাই এই আমাকে।

বিলাসী স্বপ্ন নই আমি, তবু কেন দুঃস্বপ্নের শূন্যতার বুকে ডানা মেলে কষ্টের ভেতরে উড়ে বেড়ানো। আমাকে কেন ক্রমশই গ্রাস করছে একাকীত্বের শূন্যতা,
নষ্ট দুঃখের ছাই চাপা কষ্টরা আমার মাঝে খুঁজে ফেরে নিঃসঙ্গ পূর্ণতা।

4 thoughts on “কাগজের ফুল আমি

  1. সূর্য নই আমি, সকালের রৌদ্দুর কেন জ্বলে ওঠে আমার চোখের শাণিত মণিতে, কখনো চৈত্র’র আগুন হয়ে পুড়াতে চাই এই আমাকে।

    ____ চমৎকার কবিতা প্রিয় কবি হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।