তুমি দিনের আলো, তুমি রাতের আধার
তুমি আমার সুস্থতা, তুমি কারণ অসুস্থতার
তুমি আমার রক্তের লোহিত কণিকা
তুমি আমার না ছুঁয়া আজন্ম ব্যাথা
তুমি কখনো ভেবে দেখোনি
তুমি কখনো খুঁজে দেখোনি
তুমি আমার ভয়, কখনো ভাবিনি
নিজেকে কখনো অপরূপ জানিনি
এই আঁধারে আমায় খুঁজে দেখো
হাতটি ধরে একটু সামনে হাটো
যেন পুরো পৃথিবী তোমার, পুরো পৃথিবী তোমার
যেন পুরো পৃথিবী আমার, পুরো পৃথিবী আমার
তবে তুমি আছো কিসের অপেক্ষায়?
আজ ভালোবাস তোমার যেভাবে মন চায়
ভালোবাস আমায় যেভাবে মন চায়
ছুঁয়ে দেখো তোমার যেভাবে মন চায়
ছুঁয়ে দেখো আমায় যেভাবে মন চায়
বিবর্ণ হৃদয়, বিবর্ণ শরীর
স্বর্গের চুড়ায় আমরা করছি ভীড়
তোমার শরীরের প্রতি ইঞ্চি আমার কাছে পবিত্র
যা আমি চেয়েছি খুঁজে সর্বত্র
তুমিই কেবল হৃদয় খানি প্রশান্ত করতে পারো
তুমিই কেবল শরীর খানি প্রশান্ত করতে পারো
তবে তুমি আছো কিসের অপেক্ষায়?
আজ ভালোবাস তোমার যেভাবে মন চায়
ভালোবাস আমায় যেভাবে মন চায়
ছুঁয়ে দেখো তোমার যেভাবে মন চায়
ছুঁয়ে দেখো আমায় যেভাবে মন চায়
হা হা, আমি এনেছি স্থবিরতায় গতি
আমার আজ ঠিক নাই মতিগতি
আমার হৃদয় আজ উথাল পাথাল
মাথার আজ হলো একি হাল!
তবে তুমি আছো কিসের অপেক্ষায়?
আজ ভালোবাস তোমার যেভাবে মন চায়
ভালোবাস আমায় যেভাবে মন চায়
ছুঁয়ে দেখো তোমার যেভাবে মন চায়
ছুঁয়ে দেখো আমায় যেভাবে মন চায়
তুমিময় কবিতা পাঠের যে আনন্দ রয়েছে ঠিক তেমনটাই অনুভব করলাম। মুগ্ধপাঠ কবি। খুব বেশী নিয়মিত না লিখলেও যতটুকু লিখছেন সেটাই কিন্তু স্মরণীয় হয়ে উঠছে। অভিনন্দন জানবেন স্যার।
ধন্যবাদ ভাই।
চমৎকার লিখনী । বেশ মুগ্ধ হলাম।
শুভ কামনা আপনার জন্য ।
তোমার তুমিতে মিশে থেক তুমি
ভালোবাসা লয়ে ভালে বাসার ঘরে।
বেশ হয়েছে।
শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা কবি দা