মৃত্যুদণ্ড চাই

তুমি মহাপুরুষ নাকি ধর্ষণ পুরুষ
কোন পুরুষ রুপে বাঁচতে চাও;
যদি মহাপুরুষ হলে ফুলের মালা গলা
দুলবে আর যদি ধর্ষণ পুরুষ হও
তাহলে তোমার গলা ঝুলুক ফাঁসির দড়ি
কিংবা জনসম্মুখে মৃত্যুদণ্ডের দৃশ্য!

বল কোনটা চাও তুমি মহাপুরুষ না
ধর্ষণপুরুষ- নিশ্চয় চাইবে একালের
মহাপুরুষ! ধর্ষণকারী পুরুষ নয়;

তুমি বিবেক কে জাগ্রত কর, যাকে
নিয়ে ধর্ষণ করবে ভাবছো সেতো
তোমার বোন ভাগ্নী কিংবা ভাতিজি-
যৌবন লালসায় পুজারী হও না- একটু
মৃত্যুকে ভাবো- অতঃপর আমরা শুধু
ধর্ষণকারী পুরুষের মৃত্যুদণ্ড চাই- চাই।

২২ আশ্বিন ১৪২৬, ০৭ অক্টোবর ২০
—————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “মৃত্যুদণ্ড চাই

  1. একটু মৃত্যুকে ভাবো- অতঃপর আমরা শুধু
    ধর্ষণকারী পুরুষের মৃত্যুদণ্ড চাই- চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ধর্ষণকারী পুরুষের মৃত্যুদণ্ড চাই জনজাগরনে

     

    দারুন প্রকাশ করলেন কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।