তুমি মহাপুরুষ নাকি ধর্ষণ পুরুষ
কোন পুরুষ রুপে বাঁচতে চাও;
যদি মহাপুরুষ হলে ফুলের মালা গলা
দুলবে আর যদি ধর্ষণ পুরুষ হও
তাহলে তোমার গলা ঝুলুক ফাঁসির দড়ি
কিংবা জনসম্মুখে মৃত্যুদণ্ডের দৃশ্য!
বল কোনটা চাও তুমি মহাপুরুষ না
ধর্ষণপুরুষ- নিশ্চয় চাইবে একালের
মহাপুরুষ! ধর্ষণকারী পুরুষ নয়;
তুমি বিবেক কে জাগ্রত কর, যাকে
নিয়ে ধর্ষণ করবে ভাবছো সেতো
তোমার বোন ভাগ্নী কিংবা ভাতিজি-
যৌবন লালসায় পুজারী হও না- একটু
মৃত্যুকে ভাবো- অতঃপর আমরা শুধু
ধর্ষণকারী পুরুষের মৃত্যুদণ্ড চাই- চাই।
২২ আশ্বিন ১৪২৬, ০৭ অক্টোবর ২০
—————————————
শিশু বলৎকার করে আজই একজন কওমী মোল্লা ধরা পড়ছে
অশেষ ধন্যবাদ মহী দা
একটু মৃত্যুকে ভাবো- অতঃপর আমরা শুধু
ধর্ষণকারী পুরুষের মৃত্যুদণ্ড চাই- চাই।
জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
এক কথা, চাই ধর্ষণের মৃত্যুদণ্ড।
অশেষ ধন্যবাদ প্রিয় কবি নিতাই দা
ধর্ষণকারী পুরুষের মৃত্যুদণ্ড চাই জনজাগরনে
দারুন প্রকাশ করলেন কবি।
অশেষ ধন্যবাদ প্রিয় কবি দা
মৃতুদন্ডে সম্মতি দিই সব সময়
অশেষ ধন্যবাদ প্রিয় কবি রিয়া দিদি