রাগের কথা কী আর বলি সবাই ভীষণ রাগী
ঘাস না পেলে তেতিয়ে ওঠে গেরস্তের ঐ-ছাগী।
দুধ না পেলে রাগে শিশু ঘুষ না পেলে স্যার
পাওনাদারে খোঁজলে টাকা রাগ ওঠেনা কার ?
কম বেতনে কর্মচারি ছাত্র পড়ার চাঁপে
লেজের উপর রাখলে পা ফুঁসলে ওঠে সাপে।
ভোট না পেলে নেতা নেত্রী খুব বেশি রাগ করেন
ভীষণ রাগে অনেক আবার হার্টএ্যাটাকে মরেন।
ঘুরে ফিরে আমরা সবাই করছি রাগারাগি
রাগের মাথায় রাগটাকেইতো করছি ভাগাভাগি।
4 thoughts on “রাগ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
____ সমকালীন ভাবনার পদ্যকথা।
ঘুরে ফিরে আমরা সবাই করছি রাগারাগি
রাগের মাথায় রাগটাকেইতো করছি ভাগাভাগি।
নিপুণ রচনাশৈলী
ভীষণ ভালো লাগলো।
একদম ঠিক আছে। রাগ জ্ঞানীগুণীদের একটু-আধটু অবশ্যই থাকে। কাজেই রাগ নেই আবার কার?
শুভকামনা থাকলো।
ভাল পদ্য প্রিয় কবি দা।