দুই শীতের মাঝখানে একটি পুরস্কার
আমার দিকে অভ্যন্তরীণ ব্যাধি নিয়ে তাকিয়ে আছে
আমি কালিগঙ্গা নদীতে ভেসে আসা
মুর্মূষু শিশুটির মতো অসহায় হয়ে চেয়ে রইলাম।
বহু মানুষ সেদিন
সংক্ষিপ্ত আশ্বিনের আয়ু জানিয়ে
আমাকে বলেছিলো – উঠে এসো, ভিড়ে, চিৎকারে
এই যে এদিকে শব্দের যুদ্ধ ভেলায়।
আমি দুই শীতের মাঝখানে
কাশফুলের গভীর গল্পে
একমাত্র মায়েরই ডাক শুনতে পেলাম
ওই দিকে যাসনে বাবা ধর্মীয় দালালদের আড্ডাখানায়।
প্রকৃত এবং পূর্ণ কবিতার আস্বাদ। অভিনন্দন কবি মি. ফারুক মোহাম্মদ ওমর।
ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।
নিরেট সুন্দর কবিতা। বাহ্
ধন্য হলাম। কৃতজ্ঞ।
সুখময় এবং সুখ্যাতি হোক সাহিত্যে বিচরণ ।
নিখুঁত শব্দের গাঁথুনিতে দারুণ। শুভকামনা থাকলো কবি।