হেয়ালি পাখির ডানা, উড়বার ভাঁজ খোলে
নারকেল গাছটির ওপরে সমুদ্রিত আকাশ
মুষল বনের উন্নত সাতটি রং, কনকনি পাতার
-স্বর্গ, টনটনে সংস্কৃতির হরিণা ঝাঁপ, আস্তাবল;
আমাদের জিহ্বার চিৎকারে জড়ায়ে যায়
ভাঙা হাড়ে ঋতুস্রাব শরীর, নাগরিক নগর !
4 thoughts on “জিহ্বা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমাদের জিহ্বার চিৎকারে জড়ায়ে যায়
ভাঙা হাড়ে ঋতুস্রাব শরীর, নাগরিক নগরে !
বেশ ভাবনাময় কবি দা
লেখা বেশ রূপকাশ্রিত।
নাগরিক এই নগরের ভাষা।