দাড়ি কমা

দাড়ি(।) কমাকে(,) করলে
কেয়ার, হতে পারতো সব
পারফেক্ট; ভাগ্য তখন হতো
প্রসন্ন, গ্রীষ্ম বর্ষা বসন্তে।

দাঁড়ি(।) কমাতে(,) স্কিল
বোঝা যায়, নারী কিম্বা পুরুষে
হসন্ততে ‘ন’ বোঝা যায়
পাবে কিনা শীত বসন্তে।

বসন্তে যদি ‘ন’ বোঝা যায়
গ্রীষ্ম কিম্বা অশান্ত
তখন কিছু ন পাওয়া যায়
ভাঙা সবই হসন্ত।

চাঙ্গা তবে নাই আর কিছু
ভাঙা মনের অসন্তে
জুটলো যদি শূন্য সবই
পড়বে কি আর বাসন্তী!

দাঁড়ি(।) কমা(,) ভাঙলো
যে মন, ভাঙলো যে ঘর একান্তই;
ভেঙে গেল ঘরের কপাট,
ভাঙলো মনের বসন্ত।

10 thoughts on “দাড়ি কমা

  1. কবিতাটি কয়েকবার পড়লাম। কোথাও সম্ভবত রিদম আছে। তবে আমার মতো নবীশ পাঠকের জন্য কঠিন কিনা সেটাও ঠিক বুঝতে পারলাম না কবি। :)

    প্রোফাইল ছবির এই দুরবস্থা কেনো !! প্রোফাইলে ছবির মাপ হবে 220x220px.

  2. (।) দাড়ি (,) কমা ঠিক তো লেখালেখিতে সবই ঠিক। তবে লেখার মাঝে (।) দাড়ি (,) কমা'র চেয়ে 'ন' নিয়েই বেশি মাতামাতি হয়েছে বলে আমি মনে করি। তারপও    (।) দাড়ি (,) নিয়ে সুন্দর লিখেছেন। শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।