সর্বগ্রাসী সিডোর

062_n

যা কিছু আশ্রয় সব নদী হয়ে গেল
যা কিছু সঞ্চয় সব ভেসে গেল
দৃষ্টির গোচরে কি বাহিরে সব জল হয়ে গেল
জলের তাণ্ডব খেলা শুরু হল,
সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
রাত গভীর হল সাথে দমকা হাওয়া ভারী বৃষ্টি
শুরু হল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডোর:
চারিদিক প্রচণ্ড ঝড় আর জল
ঝড় ভাঙছে বৃক্ষ ঘর বাড়ি,
জল সব খাচ্ছে ধান ঘাস জীবজন্তু আর ভালবাসা
দূরে চিৎকার করছে বাঁচাও —– বাঁচাও
আমার বুকের মানিক ভেসে যাচ্ছে জলের স্রোতে ;
আমার মানিকের কাছে আমিও যাব
প্রবল স্রোতের তোড়ে ঝাঁপিয়ে পড়ে এক সর্বহারা মা
মুহুর্তে নেই কোন সাড়া, স্তব্ধ হয়ে গেল সব
বাবা আর্তনাদ করে উঠল
আমার ঘর নেই, প্রিয় মানুষটা নেই
আমার প্রিয় সন্তানেরা নেই
আমার পাশে কেউ নেই,
নৃশংস মৃত্যুর কাছে আপোষ মানলো সব
জলের রাক্ষুসে ক্ষুধা, সব একাকার হল
মানুষের আশা স্বপ্ন ভালবাসা সব ভেসে গেল
সবুজ আর মাছেরা মানুষের কাছাকাছি চলে এলো।

(২০০৭ — এর ১৬ ই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় )

4 thoughts on “সর্বগ্রাসী সিডোর

  1. 'জলের রাক্ষুসে ক্ষুধা, সব একাকার হল
    মানুষের আশা স্বপ্ন ভালবাসা সব ভেসে গেল
    সবুজ আর মাছেরা মানুষের কাছাকাছি চলে এলো।' :(

  2. রাত গভীর হল সাথে দমকা হাওয়া ভারী বৃষ্টি

    শুরু হল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডোর:

    মনে করিয়ে দিলেন, দিদি।

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।