অলক্ষ্যে লক্ষ্য না হারাক

যা আসে আসুক – যা যাবার যাক
এ জীবনে যা কিছু হবার তা হোক
অলক্ষ্যে জীবন-লক্ষ্য না হারাক।
দৃঢ় মনোবল লক্ষ্যে অটল
কচু পাতার পানির মতো
নয় তা টলমল।

ধন যায় যাক – মান যায় যাক
এতো সময়ের খেলা
অলক্ষ্যে জীবন-লক্ষ্য না হারাক
ধন-মান বহুগুণে আসে ফিরে ফিরে
লক্ষ্যে যে অটল কে দমায় তারে!

আরে! কাঁদো কেনো? হাহাকার কেনো?
সময়ের ধন-মানের সাথে লক্ষ্য জড়াও কেনো?
লক্ষ্যে অটুট থেকে কাজে নেমে পড়
ছোট কাজ বড় কাজ—
সময় বলে দেবে কে ছোট কে বড়
সততা আর উদ্দেশ্য ঠিক থাকে যার
পৃথবীটা থাকে হাতের মুঠোয় তার।

যা আছে কাছে তাই সাথে নিয়ে
যে বয়স আছে তাই সাথে নিয়ে
লক্ষ্যে অটুট থেকে কাজে নেমে পড়
আসুক যতোই ঘুর্ণিপাকের ঘুর্ণিঝড়
লক্ষ্যে যে অটল কে দমায় তারে
ধন-মান বহুগুণে আসে ফিরে ফিরে।
যা আসে আসুক – যা যাবার যাক
এ জীবনে যা কিছু হবার তা হোক
অলক্ষ্যে জীবন-লক্ষ্য না হারাক।

2 thoughts on “অলক্ষ্যে লক্ষ্য না হারাক

  1. অলক্ষ্যে লক্ষ্য না হারাক …

    ___শিরোনামেই অনেক কথা লুকিয়ে আছে। কবিতায় আন্তরিক শুভেচ্ছা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।